কোমল পানীয় কতটা কোমল !!!!!!!!!!!!!

গ্রীষ্মেও এই গরমে আমাদেও চোখ চেলে যায় রাস্তার ধারে দোকানে সাজিয়ে রাখা কোমল পানীয়র দিকে । বিয়ে কিম্বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আপ্যায়নে কোমল পানীয় রীতিমত আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে । আবার অনেকে ছোট ছেলের হাতে এক বোতল কোমল পানীয় তুলে দিয়ে মনে করে ছেলেকে বেশ ভাল কিছু দিয়েছে । আর তরুন প্রজম্মেও কাছে তো হাটতে হাটতে কিম্বা আড্ডায় কোমল পানীয় পান করা একটি ফ্যাশন ।


কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কোমল পানীয়র নামে আমরা কি পান করছি ?


কোমল পানীয় এর মূল উপদানে carbon যা আমাদের শরীরের জন্য বিষ ।
তাছাড়া এতে রয়েছে পচুর পরিপমানে সুগার যা শরীরের মেদ বাড়িয়ে দেয় ।
আমাদের মধ্যে একটি ভুল ধারনা প্রচলন আছে যে খাবারের পর কোলা জাতীয় পানি পান করা খাবার হজমে সহায়ক । আসলে কোমল পানীয় খাবার কে হজম করতে সহায়তা করে না বরং এটি খাবার কে পঁচিয়ে ফেলে ।
কোমল পানীয় এত ক্ষারীয় যে তা আমাদের হাঁড়, দাত ইত্যাদি কে য় করে ফেলে ।
আপনি নিজে এর ক্ষারীয়তা পরীক্ষা করতে পারেন ।


পরীক্ষা এক # মুখে কিছু পরিমান কোমল পানীয় নিয়ে কিছুন নাড়–ন দেখবেন আপনার দাত গুলো আরো সাদা হয়ে গেছে । এর ক্ষার আপনার দাতের উপরের অংশ কে য়ে ফেলবে ।


পরীক্ষা দুই # এক বোতল কোমল পানীয়তে রাতে একটি কেঁচো রাখুন সকালে দেখুন এটি পানীয়র সাথে মিশে গেছে ।


এভাবে কোমল পানীয় আমাদেও শরীরকে ক্ষয় করে ফেলে আমাদের অজান্তে ।


তাই আসুন কোমল পানীয় কে না বলি । পানীয় কোম্পানীর আকর্ষনীয় বিজ্ঞাপন প্রলুব্ধ না হয়ে একে বর্জন করি ।


সবাই কোমোল পানীয় কে না বলি....।

No comments: