আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবার নির্বাচিত করার ১০ কারন

আগামী নির্বাচন এ আওয়ামীলীগকে আবার নির্বাচিত করার দেবার ১০ কারন।

১.  বাংলাদেশের গনতান্রীক ইতিহাস এ কোন দল পরপর দুই বার ক্ষমতায় আসে নিয়। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে হয়ে জান ইতিহাসের অংশ (বেচরী খালেদা জীবনেও  আওয়ামীলীগকে ভোট দিতে পারবেনা আর ইতিহাসের অংশ হতে পারবে না। )
২.  পাঁচ বছর ধরে দুর্নীতি করার পর আমাদের বর্তমান মন্ত্রীদের পেট কিছুটা ভর্তি থাকবে। তাই দুর্নীতি কিছুটা কম হাতে পারে। (তবে নিচ্শয়তা দিতে পরতেছিনা)

৩.  ৫ বছর ক্ষমতা উপভোগ করার পর ছ-লীগের নেতারা অনেক ম্যাচুর হবে। তাই তারা পরের বার সুধু রাগব বোয়ালের দিকে চোখ দেবে। সাধারন মানুষ নিরাপদে থাকবে।
৪.  আবুল, মাল এর মত প্রতিভাবনরা আরো ৫ বছর দেশের সেবা করার (মানুষ কে বাঁশ দেবার ) সুযোগ পাবে। 

৫. "পদ্মার সাকু", "দ্যা বিচার" ইত্যাদি মজাদার ধারাবাহিক চলতে থাকবে, এবং আরো চমকপ্রদ ধারাবাহিক যোগ হবে।

৬.   "কালো বিড়াল" এর মত এক পর্বের মজাদার নাটক উপভোগ করতে পারবেন।

৭.  শেয়ার বাজারে আর বিপর্যয় হবে না। (কারন কেউ আর বিনিয়োগ করবে না)

৮.  ১০ টাকা কেজি চাল খেতে পারবেন। (অন্তত স্বপ্ন দেখতে পারবেন। )
৯. বিটিবি (যদিও এখন আর কেউ দেখে না ) কে নতুন সরকারের জন্য নতুন অনুষ্টান তৈরী করতে হবেনা। রাষ্ট্রিয় অর্থ অপচয় কিছুটা কমবে।

১০. সর্বপরি দেশ (ডিজি)-টাল হাবার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে।

তবে বিনপি আসলে যে অবস্তার পরির্বর্তন হবে তার নিশ্চয়তা দিতে পারতেছিনা।

1 comment:

Anonymous said...

no comment