পাকিস্তানের আখন্ডতা চেয়ে জামায়েত কোন দোষ করেনাই

৭০-এর নির্বাচনে জামায়েত একক ভাবে নির্বাচন করেন।নির্বাচনে জিতেও ক্ষমতায় জেতে না পেরে আওয়ামীলীগ স্বাধীনতার দবী জানায়। এমন না যে পূর্ব পাকিস্তানের সবাই তা সমর্থন করেছিলেন। সে সময় আনেক নেতাই স্বাধীনতার দাবী সমর্থন করেন নাই। অখন্ড পাকিস্তানে জন্য জামায়েত সামরিক বাহীনীকে সমর্থন জানায়। আমি এতে কোন দোষের কিছু দেখিনা।       
কিন্তু ২৫ শে মার্চের গনহত্যার পর যে নেতারা সামরিক সাশক কে সমর্থন করে যায় তারা যেই হোক ইসলামী দলের নেতা হতে পারেনা। গনহত্যা তো দুরের কথা ইসলাম কোন নিরপরাধ মানুষ হত্যা সমর্থন করেনা। আর এই লোকগুলো যে দলের নেতা সেই দল ইসলামের নামে দল হতে পারে, কোন অবস্তাতে ইসলামী দল হতে পারেনা। । সহয সমীকরন।

No comments: