রাজনীতির অথিতি পাখিরা।

শীতকালে বাংলাদেশে অথিতি পাখি দেখা যায়। কিন্তু এইবার মনে হচ্ছে শীতের আগেই অথিতি পাখির আগমন ঘটেছে।

যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে চলে এসেছেন সজীব ওয়াজেদ জয়। শুধু এসে পরেন নাই, তিনি এখন বেশ সক্রিয়। দেশের প্রতিটা অঞল ঘুরে বেরাচ্ছেন, বক্তিতা দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন আর সেই সাথে নিজেও স্বপ্ন দেখতেছেন। কিন্তু তার অধিকাংশ স্বপ্ন আওয়ামীলীগ কে নিয়ে। হারর্ভাডের মতো বিদ্ধাপীটে পারেও তিনি বিশ্বাস করতে পারেন না আওয়ামীলীগ ছাড়া এই অভাগা দেশের উন্নায়ন সম্ভব। তিনি কোন বিষয়ে পড়ালেখা করেন তা আমি জানি না, তাবে এইটা নিস্চিত তার কাছে গত পাঁচ বছরের যে পরিসংখান আছে এবং তাঁর দলের জানপ্রিয়াতা নিয়ে যে সব তথ্য আছে তা হয়তো তিনি বুঝেন না অথবা বুঝেও না বুঝার ভান করেন। সেই দিন আবার খবর পত্রিকায় দেখলাম, আর এক অথিতি পাখি (জয়ের ফুফাতো ভাই) আসতেছেন।
 
আর এক অথিতি পাখি, আসবে আসবে করতেছে সেই কবে থেকে। সেনা সরকারের আমলে দেশে ছেড়েছেন, আর দেশে আসার সাহস হয় নায় (এরা বলে আবার জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে!!!) হ্যাঁ, আমাদের অন্য পক্ষের রাজপুএ তারেক রাহমানের কথা বলতেছি। তিনি ইদানিং যুক্তরাষ্ট্রে সাভা সমাবেশ করে চলতেচে। আবার কৃষি বিপ্লবের স্বপ্ন দেখাছেন লান্ডেনের কমিনিটি হলে বসে !!!!!!!!! নিজের দেশ নিজের জন্য নিরাপদ নয় এটা বলে রাজনৈতিক আশ্রয়ের জান্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্রে। হায়রে আমাদের নেতা, হয়রে আমাদের আথিতি পাখিরা।
 
আমি জানিনা আগামী নির্বাচনে কে জিতবেন, তবে এই টুকু জানি, নির্বাচনের পার আপনারে এই অথিতি পাখিদের আরে পাবেন না।

No comments: